ওয়ারেন বাফেট এর অসাধারণ কিছু উক্তি

ওয়ারেন বাফেট কে চেনে না এমন শিক্ষিত লোক খুব কমই আছে। বর্তমান বিশ্বে সবচেয়ে সফল ও ধনী ব্যক্তিদের অন্যতম একজন তিনি। ১৯৩০ সালের ৩০ আগস্ট তিনি জন্মগ্রহণ করে। বর্তমানে ১১৮.১ বিলিয়ন USD সম্পদের মালিক তিনি। 

তিনি তার এই সফলতা অর্জনের বিষয় বিশ্বের মানুষকে নানা উপদেশ উক্তি হিসাবে দিয়েছে। এই পোস্টে ওয়ারেন বাফেট  এর কিছু উক্তি আপনার জন্য তুলে ধরা হলো।

বাংলাদেশের সকল চাকরির আপডেট

১. “সবচেয়ে বড় ঝুঁকি হলো, তুমি কি করছ সেটা না জানা”

২. “ব্যবসার ক্ষেত্রে ভবিষ্য‌ৎ পরিকল্পনার আগে পেছনের ভুল থেকে শিক্ষা নেয়া বেশি জরুরী”

৩. “আমি সবসময়েই জানতাম, আমি একদিন ধনী হব।  জীবনে এক মিনিটের জন্যও এ বিষয়ে সন্দেহ করিনি”

৪. “সততা একটি মহা মূল্যবান গুণ।  সস্তা লোকদের কাছ থেকে এটা কখনওই আশা করো না”

৫. “যদি তুমি পৃথিবীর ১% ভাগ্যবানের একজন হও, তবে বাকি ৯৯% এর উন্নতির কথা ভাবা তোমার দায়িত্ব”

৬. “তোমার সময়ের নিয়ন্ত্রণ যেন তোমার হাতেই থাকে; আর যতক্ষণ তুমি ‘না’ বলা না শিখছ, ততক্ষণ এটা সম্ভব নয়।  অন্য কাউকে তোমার জীবনের পথ ঠিক করতে দিও না”

৭. “বেশিরভাগ মানুষের স্বভাব হলো, সহজ জিনিসকে জটিল করে ফেলা”

৮. “সাধারণ সফল আর অসাধারণ সফলদের মধ্যে পার্থক্য হলো, অসাধারণ সফলদের ‘না’ বলার ক্ষমতা অসাধারণ”

৯. “যদি কোনওকিছু ১০ বছর ধরে করার ইচ্ছে না থাকে, তবে সেটা ১০ মিনিট করাও বোকামী”

১০. “ব্যবসার জগতে তারাই সবচেয়ে বেশি সফল, যারা তাদের সবচেয়ে ভালোলাগার কাজটি করছে”

১১. “আমাকে তোমার আদর্শ ব্যক্তির নাম বল, আমি তোমার ভবিষ্যৎ বলে দেব”

১২. “সাফল্যের সূত্র ০১: ‘কখনও টাকা নষ্ট করো না’, সূত্র ০২: কখনওই সূত্র ০১ ভুলো না”

১৩. “মানুষ নিজের পেছনে যে বিনিয়োগ করে, সেটাই তার সবচেয়ে লাভজনক বিনিয়োগ”

১৪. “যদি এমন কোনও পথ বের করতে না পার, যা তোমার ঘুমের সময়েও তোমার জন্য উপার্জন করবে, তবে তুমি মরার আগ পর্যন্ত কাজ করে যাবে”

১৫. “আজ কেউ ছায়ায় বসে আছে, কারণ বহু আগে সেখানে কেউ একটা গাছ লাগিয়েছিল”

১৬. “তোমার আগ্রহ না থাকলে শক্তি থাকবে না। শক্তি না থাকলে তোমার কিছুই থাকবে না”

১৭. “খরচের পরে যা বাকি থাকে- তা জমানোর বদলে, জমানোর পরে যা বাকি থাকে – তা খরচ কর”

১৮. “আমি ১১ বছর বয়সে প্রথম বিনিয়োগ করি, তার আগ পর্যন্ত আমি শুধু সময় নষ্ট করেছি”

১৯. “যদি তুমি বিরামহীন ভাবে অপ্রয়োজনীয় জিনিস কিনতে থাকো, তবে শিঘ্রই তোমাকে প্রয়োজনীয় জিনিস বিক্রী করা শুরু করতে হবে”

২০. “সুনাম গড়তে লাগে ২০ বছর, নষ্ট করতে লাগে মাত্র ৫ মিনিট।  এটা মাথায় রাখলে, তোমার সব কাজ ‘অন্যরকম’ হবে”

২১. “আমি যা বুঝি না, তাতে কখনওই বিনিয়োগ করি না”

২২. “যদি মনে কর যে, উদ্যোক্তা হওয়া ঝুঁকিপূর্ণ, তাহলে ৪০ বছর অন্য কারও জন্য গাধার খাটুনি খেটে অবসর ভাতার ওপর নির্ভরশীল হওয়া পর্যন্ত অপেক্ষা কর”

২৩. “তোমার মাঝে যদি দক্ষতা আর চেষ্টা থাকে, তবে সাফল্য সময়ের ব্যাপার মাত্র”

২৪. “সবচেয়ে সুখী মানুষদের কাছে সবকিছু নেই, তারা তাদের যা আছে তার জন্য সন্তুষ্ট ও কৃতজ্ঞ”

২৫. “সবচেয়ে সুখী মানুষদের কাছে সবকিছু নেই, তারা তাদের যা আছে তার জন্য সন্তুষ্ট ও কৃতজ্ঞ”

Leave a Reply