YouTube ভিডিও/short দেখে আয় করতে পারলে কতটা ভাল হতো। এই পোস্টে আপনাদের সাথে একটি app সাথে পরিচয় করিয়ে দিব যার মাধ্যমে YouTube ভিডিও/short দেখে আয় করতে পারবেন।
অনলাইন আয় করে পেমেন্ট নেওয়ার ঝামেলার জন্য আমরা অনেকেই এইসব কাজ করতে চাই না। তবে এই app ঝামেলা ছাড়াই সরাসরি আপনাকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবে তাও ২৪ ঘন্টার মধ্যে।
App Link: https://cutt.ly/sey8aZlu
Play store থেকে app ডাউনলোড করে নিন।
Sign up/ যোগদানের পদ্ধতি:
Play store থেকে app ডাউনলোড করে install করে ওপেন করলে গুগল (জিমেইল) অ্যাকাউন্ট বা ফেসবুকে দিয়ে একাউন্ট তৈরি করা অপশন পাবেন। আপনার সুবিধা অনুযায়ী একটি অপশন বেছে নিন।
অপশন ও ফিচার:
Feed:
app ওপেন করার পর প্রথমেই আপনার সামনে feed নামের এই অপশন দেখা যাবে। এখন থেকে ভিডিও দেখে টাকা আয় করতে হবে।
Friends:
ফ্রেন্ডস অপশনে আপনি একটি রেফার লিংক পাবেন যেটা শেয়ার করে আপনি আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারবেন। তারা যদি এই app থেকে আয় শুরু করে সেক্ষে আপনি ২০% হারে কমিশন পাবেন। যা আপনার আয়কে আরো বাড়িয়ে দিবে।
Upload:
আপনি চাইলে ভিডিও আপলোড করেও আয় করতে পারবেন তবে তা ১ টা ভিডিও প্রতি ২৪ ঘন্টা। এখানে ভিডিও আপলোড করতে আপনাকে নিজেকে কোনো ভিত্তি বানাতে হবে না, আপনি YouTube থেকে যেকোনো YouTube Short এর লিংক নিয়ে আপলোড এ সাবমিট করলে হবে।
Offers:
এই অপশনে আপনি নানা ধরনের Survey এবং offers পাবেন যেগুলো সম্পূর্ণ করলে আপনি আরো বেশি আয় করতে পারবেন।
Profile:
এই অপশনে আপনি আপনার একাউন্টে বিস্তারিত দেখতে পারবেন। যেমন- ইমেইল এড্রেস, মোট কয়েন, মোট balance দেখতে পারবেন। এছাড়া profile অপশনে withdraw অপশন পাবেন। যেখান থেকে আপনি আপনার টাকা তুলতে পারবেন।
ইনকাম করার পদ্ধতি ও পরিমাণ:
Feed এ থাকা ভিডিও দেখে আপনাকে আয় করতে হবে। দৈনিক মোট ৩০০ টি ভিডিও দেখতে হবে। ৩০০ ভিডিও দেখলে আপনি দৈনিক 0.3 থেকে 1 ডলার পর্যন্ত আয় করতে পারবেন। এছাড়া ভিডিও আপলোড করে ও আয় করতে পারবেন এবং তাও দৈনিক ১ টি মাত্র ভিডিও। এছাড়া আপনার ভিডিও যদি দৈনিক top 10 এর মধ্যে আসে তাহলে আপনি ১ থেকে ১০০ ডলার জিততে পারবেন।
রেফার ও কমিশন:
এই app দিয়ে আপনি একটি ভালো পরিমাণ আয় অর্থাৎ মাসে ৩/৪ হাজার টাকা আয় করতে চান সেক্ষেত্রে আপনাকে রেফার এর সাহায্য নিতে হবে। যদি কেউ আপনার রেফার লিংক দিয়ে এখানে জয়েন করে তাহলে প্রতি ১০০ টাকা ২০ টাকা আপনি কমিশন হিসাবে বোনাস পাবেন।
পেমেন্ট পদ্ধতি:
এই app এ একাধিক পেমেন্ট পদ্ধতি রয়েছে। বিশেষ করে বাংলাদেশীদের জন্য রয়েছে “বিকাশ” পেমেন্ট অপশন। 0.35 হলে বিকাশের মাধ্যমে পেমেন্ট নিতে পারবেন। পেমেন্ট রিকোয়েস্ট করার পর 24 ঘন্টার মধ্যে পেমেন্ট আপনার বিকাশ নাম্বারে পাঠিয়ে দেওয়া হবে।
অনলাইন income বিষয়ক যেকোনো প্রশ্ন বা নতুন নতুন আয়ের পদ্ধতি জানতে আমাদের ওয়েবসাইট ফলো করুন।