ডেঙ্গু জ্বর নাকি সাধারণ ভাইরাস জাতীয় জ্বর এই নিয়ে মানুষের মধ্যে অনেক সঙ্গা ও উদ্বেগ কাজ করে। ডেঙ্গু জ্বর ও ভাইরাস জ্বর আলাদা হলেও ডেঙ্গু জ্বর ভাইরাস জ্বর থেকে ভয়ঙ্কর। তাই ডেঙ্গু জ্বর নাকি ভাইরাস জ্বর এটা সম্পর্কে না জেনেই কোনো পদক্ষেপ নেওয়া উচিত নয়।

ডেঙ্গু জ্বর একটি এডিস মশা বাহিত ডেঙ্গু ভাইরাস জনিত রোগ। স্ত্রী এডিস মশা এই ভাইরাসের বাহক হিসেবে কাজ করে। এডিস মশার কামড়ে এই রোগ হয়ে থাকে এছাড়াও সংক্রমিত ব্যক্তি থেকেও এই রোগের আক্রান্ত হতে পারে।

প্রথম অবস্থায় ডেঙ্গু জ্বর ও ভাইরাস জ্বর আলাদা করা কিছু জটিল হলেও শরীরের কিছু লক্ষণ দেখে বুঝা যায় সেটা ডেঙ্গু জ্বর নাকি ভাইরাস জ্বর। চলুন জেনে নেওয়া যাক ডেঙ্গু জ্বরের কি কি লক্ষণ রয়েছে।

১. সাধারণভাবে ডেঙ্গুর লক্ষণ হচ্ছে জ্বর। ১০১ ডিগ্রি থেকে ১০২ ডিগ্রি তাপমাত্রা থাকতে পারে। জ্বর একটানা থাকতে পারে, আবার ঘাম দিয়ে জ্বর ছেড়ে দেবার পর আবারো জ্বর আসতে পারে।
২. তীব্র মাথার যন্ত্রণা
৩. চোখের পিছনে ব্যথার অনুভূতি
৪. মাংসপেশি এবং অস্থি সন্ধি (bone) তে যন্ত্রণা
৫. বমিভাব
৬. মাথাঘোরা
৭. গ্রন্থি ফুলে যাওয়া
৮. ত্বকে বিভিন্ন স্থানে ফুসকুড়ি

এই লক্ষন গুলো সাধারনত সংক্রমণের ৪ থেকে ১০ দিনের মধ্যে দেখা দেয়।

ডেঙ্গু জ্বরের গুরুতর উপসর্গগুলো সম্পর্কে জেনে নেই-
১. প্রচণ্ড পেট ব্যথা
২. ক্রমাগত বমি হওয়া
৩. মারি বা নাক থেকে রক্তপাত
৪. প্রস্রাবে এবং মলের সাথে রক্তপাত
৫. অনিয়ন্ত্রিত পায়খানা
৬. ত্বকের নিচে রক্তক্ষরণ (যা ক্ষতের মতো দেখাতে পারে)
৭. দ্রুত শ্বাস প্রশ্বাস
৮. ক্লান্তি
৯. বিরক্তি এবং অস্থিরতা

গুরুতর উপসর্গ দেখা দিলে দেরী না করে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন অন্যথায় রোগীর প্রাণসংকট হতে পারে।

(তথ্যগুলো অনলাইন থেকে প্রাপ্ত)

Post Related Things:

Leave a Reply