পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম

 বাংলাদেশের বেসরকারি মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ দীর্ঘদিন ধরে ফ্রিল্যান্সারদের বিভিন্ন মার্কেট প্লেস থেকে টাকা উত্তোলনের সুবিধা প্রদান করার জন্য কাজ করছিলো। বিকাশ কিছু দিন আগে নতুন একটা ফিচার যুক্ত করেছে।

এটা বাংলাদেশের ফ্রিল্যান্সিং দুনিয়ার পেমেন্ট সমস্যার একটা সমাধান হিসাবে কাজ করবে। এখন থেকে মার্কেট প্লেস থেকে পেমেন্ট পেওনিয়ারে নিয়ে সেখান থেকে দ্রুত সময়ের মধ্যে সরাসরি কোনো ঝামেলা ছাড়াই বিকাশে পেমেন্ট এর টাকা নিতে পারবেন।  

আগে যেখানে পেওনিয়ার থেকে যেকোনো ব্যাংকে টাকা আনতে ৭ দিন লাগতো সেখানে মাত্র কয়েক মিনিটের মধ্যে আপনি আপনার ডলার টাকায় কনভার্ট করে পেওনিয়ার থেকে বিকাশে নিয়ে আসতে পারবেন।

এই ফিচারটি ব্যবহার করা জন্য আপনাকে app ব্যবহার করতে হবে। আর যদি আপনি app ব্যবহারকারী হয়ে থাকেন তাহলে অবশ্যই app আপডেট করে নিন যদি আপডেট না করা থাকে।

Read More: বাংলাদেশ বিমান বাহিনী নিয়োগ বিজ্ঞপ্তি

এখন আপনার বিকাশ app এ লগইন করে More বা আরো অপশন গেলেই রেমিট্যান্স অপশন খুঁজে পাবেন। 

IMG_20220217_002154 পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম

রেমিট্যান্স অপশনের ভিতরে গেলেই আপনি পেওনিয়ার অপশন খুঁজে পাবেন সেখানে ক্লিক করুন।

IMG_20220217_080005%20(1) পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম

পেওনিয়ারে গিয়ে আপনার পেওনিয়ার একাউন্টটি যুক্ত করে ইমেইল ভেরিফাই করে নিন।

লক্ষ রাখবেন যাতে যে NID দিয়ে পেওনিয়ার একাউন্ট খোলা হয়েছে সেই NID দিয়ে যেনো বিকাশ একাউন্ট খোলা থাকে। না হলে আপনার বিকাশ একাউন্ট এর সাথে পেওনিয়ার যুক্ত হবে না। 

bkash-payoneer পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার নিয়ম

একাউন্ট যুক্ত হয়ে গেলে আপনার বিকাশ একাউন্ট পেওনিয়ার থেকে টাকা আনার জন্য প্রস্তুত হয়ে যাবে।

পেওনিয়ার থেকে বিকাশে টাকা আনার জন্য পেওনিয়ার ২% লেনদেন খরচ কেটে রাখতে পারে। এবং বিকাশ থেকে কেশ আউট খরচ তো রয়েছেই।

কিন্তু এখানে আপনি খুব দ্রুত টাকা হাতে পাবেন মাত্র কয়েক মিনিটের মধ্যে, যেখানে ব্যাংকে ৭ দিন অপেক্ষা করতে হতো আবার ব্যাংক থেকে টাকা তোলার জন্য আবার লাইন দাড়ানো চেক লেখা ব্যাংকে গিয়ে জমা দেওয়া ইত্যাদি কাজ করতে হতো। সেখানে কোন ঝামেলা ছাড়াই ঘরে বসে বিকাশে আপনার ফ্রিল্যান্সিং এর টাকা তুলতে পারবেন।

Leave a Reply