ফেসবুক কম বেশি সবাই ব্যবহার করি। এবং ফেসবুকের ব্লক অপশনে সাথেও কম বেশি সবার পরিচয় আছে। যখন কেউ আমাদের ফেসবুকে বিরক্ত করে বা কারো কাছে থেকে আমাদের ফেসবুক আইডি ও তথ্য লুকাতে চাই তখন আমরা ফেইসবুক ব্লক অপশন ব্যবহার করি।
যখন কাউকে অনব্লক বা কাদের কাদের ব্লক করেছেন সেটা দেখতে যাবেন তখন ফেসবুক ব্লক লিস্ট এ গিয়ে সেটা দেখতে হবে।
কিভাবে ফেসবুক ব্লক লিস্ট দেখবেন?
ফেসবুক ব্লক লিস্ট দেখতে নিচে ধাপগুলো অনুসরণ করুন।
১. আপনার ফেসবুক একাউন্ট এ লগইন করুন।
২. Menu অপশন থেকে Settings & Privacy তে যান।
৩. এবার পেজের নিচের দিকে গিয়ে Blocking অপশন খুঁজে বের করুন।
৪. এইখানে আপনি আগে যাদের ব্লগ দিয়েছেন তাদের লিষ্ট খুঁজে পাবেন। এবং চাইলে Add To Block List এ ক্লিক করে নতুন কাউকে এই লিষ্টে যোগ করতে পারবেন।
আশা করি পোস্টটি আপনাদের কাজে আসবে। যেকোনো প্রশ্ন, পরামর্শ থাকলে কমেন্ট করুন।
টেক টিপস্ আপডেট পেতে ওয়েবসাইটে থাকা লাল বেল আইকনটিতে ক্লিক করুন।
Post release thinks: facebook block list, block list facebook, how to find block list on facebook, how to delete block list on facebook, where to find block list on facebook, facebook block list 2023.